নবনীতা দত্তগুপ্ত : অবশেষে পদার্পণ ঘটতে চলেছে স্বস্তিকা দত্ত’র৷ ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকটি চলাকালীন বারংবার ওয়েবে কাজ করার অফার আসা সত্তেও রাধিকার চুড়ান্ত ব্যস্ততা সামলাতে গিয়ে ওয়েবের কাজে নিজেকে নিয়োজিত করতে পারেননি টেলি ক্রাশ স্বস্তিকা। তবে, এই মুহূর্তে তিনি একটু সময় পেয়েছেন। কেননা রোজকার কলটাইম এই মুহূর্তে নেই। তাই ওয়েবের ডাকে সাড়া দিলেন তিনি।
অরিজিত টোটন চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আনন্দ আশ্রম’-এ অভিনয় করবেন স্বস্তিকা। বিপরীতে দেখা যাবে প্রান্তিক ব্যানার্জিকে। একটি ভৌতিক গল্প উপস্থাপিত হতে চলেছে ‘আনন্দ আশ্রম’-এ। শুটিং হয়েছে ভুতুড়ে লোকেশনে, এমনটাই জানিয়েছেন স্বস্তিকা।
স্বস্তিকা জাস্ট নিউজ-কে জানান– “অরিজিত দা আমার সবকটা কাজ আগে দেখেছেন। ‘পারব আমি না ছাড়তে তোকে’ থেকে ‘কি করে বলব তোমায়’ কোনওটা মিস করেননি। অরিজিত দা ভীষণ ক্রিয়েটিভ একজন মানুষ। এহেন এক মানুষের পরিচালনায় এবার আমি কাজ করতে চলেছি। শুধু তা-ই নয়, আমার ওয়েবে পা পড়ছে অরিজিত দা’র হাত ধরে। আমার প্রথম ওয়েবে কাজ করার জার্নি এতটা ফ্রেশ এবং ক্রিয়েটিভ হবে আমি ভাবিনি। কোনও মেক আপ ছাড়া, শুধু সানস্ক্রিন আর লিপ বাম লাগিয়ে শুট করেছি আমি। প্রখর রোদে শট দিয়েছি। এমনিতেই আমি আর পাঁচজন মেয়ের মতোনই রোদ এড়িয়ে চলি সবসময়। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমার এতটুকু অসুবিধা হয়নি। গোটা শুটিংটা সানলাইটে হয়েছে। আর রিয়েল লোকেশনে কাজ করার মজাই আলাদা। মাঝ গঙ্গাতেও শট দিয়েছি। প্রত্যেকটা সময়ে গোটা ইউনিট সঙ্গে থাকত। একটা ফ্রেশ টিম কাজ করেছে। প্রোডাকশন টিম এমন এমন লোকেশন বেছেছে দর্শক দেখলে অবাক হয়ে যাবে। ”
স্বস্তিকার বিপরীতে দেখা যাবে প্রান্তিক ব্যানার্জিকে৷ প্রান্তিক প্রসঙ্গে স্বস্তিকা জানান- “প্রান্তিক দা এমন একজন মানুষ যাকে খুব সিরিয়াস কিছু বললেও সে হেসে হেসে উত্তর দেয়। আমার কাছে প্রান্তিক দা অনেকটা সিনিয়র। অনেক দিন থেকে কাজ করছেন। আমার সঙ্গে ওর প্রথম দেখা হয় ওর যখন ‘ইচ্ছেনদী’ চলত তখন। ওঁদের ফ্লোরের পাশেই আমার প্রথম ধারাবাহিক ‘দুগ্গা দুগ্গা’র শুটিং হত। সেই তখন থেকেই আমি ভাবতাম এই অভিনেতার সঙ্গে আমি কাজ করব। এবার ইচ্ছে পূরণ হল। খুব ভাল অভিজ্ঞতা আমার।”
ঠিক কোন প্ল্যাটফর্মে সিরিজটি আসবে তা স্থির হয়নি এখনও। কাজ চলছে পুরোদমে।
Get real time update about this post categories directly on your device, subscribe now.