সুকন্যা ঘোষঃ ভালোবাসার সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব জরুরি।বিশ্বাস ও ভরসা সম্পর্কের এক অন্য মাত্রা এনে দেয়।
একটি মজবুত সম্পর্কে শরীর আর মন দুই ভাল করে।এক্ষেত্রে আপনি নিজের এবং সঙ্গীর উপর খুঁজে পাবেন বিশ্বাস। তাই একটি সুস্থ স্বাভাবিক সম্পর্কে থাকা খুবই প্রয়োজন।যদিও জীবনের পাশাপাশি সম্পর্কের নদীও একস্রোতে বয় না। কখনও সেই নদীতে আসে জোয়ার তো কখনও ভাটা।
প্রথমত রাগ হলে চুপ করে যান- হয়তো সঙ্গী কোনও ভুল করে ফেলেছেন। তবে তাই বলে এই মানুষটির উপর হুট করে চিল্লিয়ে উঠবেন না। কারণ চিল্লানোর সময় মানুষের কথার ঠিক থাকে না। তখন কী বলতে কী যে মুখ থেকে বেরিয়ে যাবে, তা বোঝা দায়! তাই অবশ্যই আপনি রাগ হলে চুপ করে যান। এক্ষেত্রে চুপ করে গেলে সেই সময়ের মতো আপনার মাথা ঠান্ডা হয়ে যায়। এরপর আপনি মাথা ঠান্ডা অবস্থায় কথা বলুন।
ক্ষমা হল এক মহৎ কাজ। তাই এই অভ্যাসটি আয়ত্ত করুন। এক্ষেত্রে আপনার সঙ্গী কোনও ভুল করলে তাঁকেও বোঝান। এভাবেই নিজেদের মধ্যে সম্পর্ক ভালো হবে। তিনিও বুঝবেন তাঁর কোথায় সমস্যা হচ্ছে। তাই আর চিন্তা নয়। এই কয়েকটি উপায়েই করে ফেলুন সমস্যার সমাধান।
পুরনো কথা বারবার না বলা উচিৎ- অনেকেরই এই বদভ্যাস রয়েছে। আজকে ঝামেলা হলে সেই পুরনো দিনের কথা টেনে এনে কথা বলেন অনেকে। যদিও বিশেষজ্ঞদের কথায়, এই ধরনের অভ্যাস যে কোনও সমস্যা বাড়িয়ে দিতে পারে। কারণ আপনার সঙ্গী বুঝবেন, আপনি কোনও কথাই ভুলতে পারেন না। বরং পুরনো কথা টেনে এনে ঝামেলা করেন। সেই কারণে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। এই কথাটি মাথায় ঢুকিয়ে নিন।
সঙ্গীকে বুঝিয়ে বলা অভ্যেস করুন-সমস্যা দেখা দিতেই পারে। তবে সেই সমস্যার জন্য দোষারোপ করে কোনও লাভ নেই। বরং নিজেকে একটু সময় দিন। সময় দিন সঙ্গীকে। তারপর সমস্যার কথা বুঝিয়ে বলুন। এভাবে সমস্যার কথা বুঝিয়ে বলতে পারলে সমস্যার সমাধান হতে পারে। তাই এবার থেকে বুঝিয়ে বলার চেষ্টা করুন।
Get real time update about this post categories directly on your device, subscribe now.