সুকন্যা ঘোষঃ বাঙালির পুরী যাওয়া মানে একাধারে জগন্নাথ দেব দর্শন সেরকম সমুদ্র স্নানটাও হয় অর্থাৎ ঘোরা আর পুজো দেওয়া একই সঙ্গে হয়। তাই একবার নয় বার বার পুরী যায় আর স্মৃতি আঁকড়ে বাড়ি ফেরে। আর সেই স্মৃতিকে বুকে নিয়ে বাড়ি ফেরার সময় তাঁরা সাথে নিয়ে ফেরেন নীলমাধবের রূপে সজ্জিত বিভিন্ন শিল্পকলা।
পিপলির চান্দলা, পুরীর কটকি বাসন-পত্র, রঘুরাজপুরের পটচিত্র বা সম্বলপুরের শাড়ি, সব কিছুতেই যেন ফিরে ফিরে আসে তাঁরই ছায়া।
বাঙালি পর্যটকরা পুরী থেকে জগন্নাথ দেবের মূর্তি খোদাই করা বিভিন্ন বাসনপত্র কিনে নিয়ে আসেন ফেরার পথে। পুরীর সি-বিচের ব্যাস্ততা থেকে কিছুটা দূরে প্রায় ৩০-৪০ ঘর শিল্পী নিত্যদিন তৈরি করে চলেছেন এই বাসন।
আলুমুনিয়াম বা কাঁসার পাত্রকে কেমিক্যালে ডুবিয়ে নমনীয় করে তাঁর ওপর ছেনি ও হাতুড়ির ব্যাবহারে তাঁরা রূপ দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে।
কেমন করে হয় সে কাজ? কি বা দাম? সেগুলি ঘুরে দেখল জাস্ট নিউজ। এসে গেল অগন্নাথের শ্রীক্ষেত্র পুরীর দ্বাদশ পর্ব ‘বসনে বাসনে জগন্নাথ’। বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন।
Get real time update about this post categories directly on your device, subscribe now.