সুকন্যা ঘোষঃ স্বপ্ন দেখলেই হয়না।সেটাকে বাস্তবে রূপ দিতে হয় কোন মন্ত্রবলে নয়।কঠিন পরিশ্রম মানুষকে শূন্য থেকে উচ্চতার শিখরে পৌঁছে দেয়। আজকের আলোচনা টাটা সংস্থা নিয়ে। কি ভাবে তৈরি হল টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি? তিনি সেই সাহসটা দেখিয়েছিলেন,আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের সাফল্যের সিংহভাগই এসেছে তাঁর কোম্পানির হাত ধরেই। কাগজে-কলমে এটি একটি প্রতিষ্ঠান হলেও এর ব্যাপকতা একে বাণিজ্যের মহলে পরিচিত করেছে এক ‘সাম্রাজ্য’ হিসেবে, যা একটু একটু করে গড়ে উঠেছে গত দু’শতাব্দী ধরে, ভারতে একের পর এক শিল্পের গোড়াপত্তন করার মাধ্যমে। হ্যাঁ,কথা হচ্ছে টাটা গ্রুপকে নিয়ে।টাটা সম্বন্ধে জানতে গেলে দুই শতাব্দী পেছনে চলে যেতে হবে, জানতে হবে কয়েক প্রজন্ম পেছনের টাটার গল্পটা। ‘টাটা’র গল্প শুরু হয় সেই ব্রিটিশ শাসনের সময়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর নজরদারির সামনে কোনো স্থানীয় উদ্যোক্তার নিজেদের ব্যবসা দাঁড় করানোর সুযোগ পাচ্ছিল না। সেসময় ভারতের মূল ব্যবসা ছিল রপ্তানির ব্যবসা, সব উদ্যোক্তা মূলত এই ব্যবসাই শুরু করছিলেন। এই সময়ে যারা উঠে এসেছিলেন, তাদের মধ্যেই অন্যতম নাম জামসেদজি টাটা।টাটার সাফল্যের সব রহস্যের সমাধান লুকিয়ে আছে তাদের কঠিন পরিশ্রমে।
জামসেদজি টাটা ছিলেন মুম্বাইয়ের এক রপ্তানি ব্যবসায়ীর ছেলে। তিনি পড়াশোনা শেষ করেছিলেন ১৮৫৮ সালে, অর্থাৎ ব্রিটিশরাজের শাসনের একদম শুরুতে। কিন্ত সেখানে প্রথমেই তিনি সফলতা পাননি, তিনি যা করে গেছেন পরবর্তী প্রজন্ম সেই ভাবধারা বজায় রেখে এগিয়ে চলেছেন।কি ভাবে?জাস্ট স্টুডিওর পক্ষ ঠেকে রিলিজ করল এই রবিবারের জাস্ট মটিভেশনাল ভিডিও ‘শতবর্ষ পেরিয়ে আজও রাজা’। নীচের লিঙ্কে ক্লিক করে মটিভেশনাল অডিও স্টোরিটি শুনুন। কেমন লাগলো জানাতে ভুলবেন না।
Get real time update about this post categories directly on your device, subscribe now.