গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু গ্রেফতার হয়েছেন।তাকে গ্রেফতার করলো সিবিআই ওই একই মামলায় তাপস পাল ও সুদীপ বন্দোপাধ্যায় ও গ্রেফতার হয়েছিল।দফায় দফায় জিজ্ঞাসা বাদ করার পর তাকে তার কলকাতার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।এদিন রোজভ্যালি মামলায় আজ সকালে সিবিআই-এর ৩টি টিম সার্চ অপারেশনে বেরোয়। গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পর রোজ়ভ্যালি মামলায় তিনিই ছিলেন অন্যতম আরেক ঘুঁটি। শুভ্রার বিরুদ্ধে কয়েকশো কোটি বেআইনিভাবে তছনছ করার অভিযোগ আছে।এই প্রসঙ্গে এদিন বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “ভোটের আগে এসব অনেক সক্রিয়তা বাড়ে। তারপর থেমে যায়।
শৌভিক মিত্র
Get real time update about this post categories directly on your device, subscribe now.