কলকাতা: বাগবাজারে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। বাগবাজারে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগল। আগুনে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। হাওয়ার জেরে দ্রুত ছড়াচ্ছে আগুন। দমকল দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের। বাগবাজার মহিলা কলেজের কাছে ঝুপড়িতে আগুন।
এই আগুন বাগবাজার মায়ের বাড়ির একাংশে ছড়িয়ে পড়েছে। গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অবধি বন্ধ যান পরিষেবা। কার্যালয়ের দোতলায় আগুন। সন্যাসীরা আগুন নেভানোর চেষ্টা করছেন কিন্তু একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে আবার আগুন ছড়াল।
প্রেরণা মল্লিক
Get real time update about this post categories directly on your device, subscribe now.