সুকন্যা ঘোষঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে শোকজ করল তৃণমূল। এদিন দিল্লিতে তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে ছিলেন না শিশির অধিকারী এবং দিব্যন্দু অধিকারী। তাঁদের শোকজ করা হয়নি। তৃণমূলের অন্দরের শৃঙ্খলা বজায় রাখার জন্যে এই সিদ্ধান্ত বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অধিবেশনে তৃণমূলের সাংসদদের ৯৭ শতাংশ হাজির থাকতেই হবে। সকল সাংসদদেরই অধিবেশনে অংশ নিতে হবে। থাকতে হবে সংসদের বিভিন্ন কর্মসূচিতে। সকাল সাড়ে দশটার মধ্যে সাংসদদের তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির হতে হবে সাংসদদের।এমনই নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
সেক্ষেত্রে বাদ যায়নি তারকারাও। এবার দলীয় বৈঠকে না থাকায় তাদের সরাসরি শোকজ করল দল।কেন দুই তারকা সাংসদ এদিন দলীয় বৈঠকে হাজির ছিলেন তা এখনও স্পষ্ট নয়। সাংসদ তথা অভিনেত্রীদের দিক থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Get real time update about this post categories directly on your device, subscribe now.