‘পাণ্ডব গোয়েন্দা’ দলের পাণ্ডা বাবলু অর্থাৎ রব দে এবার প্রেমের গল্পে। ‘মন ফাগুন’-এর ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানা গেল এই তথ্য।
চরিত্র সম্বন্ধে রব জানান সে ঋষিরাজের ছোট ভাইয়ের চরিত্রে থাকছেন। সকলের খুব আদরের।
রব বলেন- “আমি বাড়ির ছোট ছেলে। তাই প্রচুর আদর পাই। আর সবাইকে খুব ভালোবাসি৷ বিশেষ করে দা’ভাই এবং দি’ভাই অর্থাৎ শন’দা এবং গীতশ্রী দি’কে বেশি ভালোবাসি৷ আমার চরিত্রের নাম ঋত্বিক। ঋত্বিকের কাঁধে সংসারের কোনও দায়দায়িত্ব নেই। আড্ডা, মজা, হাসিখুশিতে মেতে থাকে সে সারাদিন। খুব কিউট আর জলি একটা চরিত্র। সবথেকে বড় কথা ঋত্বিক খাঁটি প্রেমিক মনের মানুষ।”
রব আরও জানান- “আমি যাদের সঙ্গে কাজ করছি সবাই আমরা একটা পরিবার। আর ব্যক্তিগতভাবে আমি এই গোটা ইউনিট’টাকে নিজের এক্সটেনডেন্ট ফ্যামিলি মেম্বার মনে করি।”
‘মন ফাগুন’-এ রব দে, শন বন্দ্যোপাধ্যায় এবং সৃজলা গুহ ছাড়াও থাকছেন শাশ্বতী গুহ ঠাকুরতা, বিশ্বনাথ বসু, মল্লিকা মজুমদার, প্রান্তিক ব্যানার্জি, গীতশ্রী রায়, অমৃতা সহ আরও অনেকে।
২৬ জুলাই থেকে রাত সাড়ে ৮ টার স্লটে আসছে ‘মন ফাগুন’, স্টার জলসায়।
সোনালী দাশগুপ্ত
Get real time update about this post categories directly on your device, subscribe now.