সুকন্যা ঘোষঃ সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার কথা এখনও দগদগে সবার মধ্যে। সেই রেশ কাটতে না কাটতেই টলিউডে ফের একই ঘটনা। সুশান্ত মৃত্যুর পর টলিউড অভিনেত্রী বলেছিলেন “যে কঠিন সময়ের মধ্যে দিয়ে এ প্রজন্ম যাচ্ছে, তাতে শরীরের থেকেও মনের যত্ন নেওয়া বেশি জরুরি।” ২০২২-র ১৫ মে ,ঘটল সেরকমই একটা মর্মান্তিক পরিণতি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার হয় ফ্ল্যাট থেকে। খুন না আত্মহত্যা এখনও তা স্পষ্ট নয়? এরপরই ফের উঠলো ঝড়। শ্রীলেখাকে আবার একটি পোষ্ট করতে দেখা গেল,তিনি লিখেছেন, ‘আমার প্রস্তাব, প্রত্যেক ইউনিট থেকে প্রতি মাসে সবার মনস্তাত্ত্বিক মূল্যায়ন করা দরকার।’
রবিবার এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, “পল্লবীর খবর শুনলাম। সমস্ত আনন্দ যেন থমকে গেল! ভীষণ বিষণ্ণ আমি। মাত্র ২৫-এই আরও একটি সম্ভাবনা ঝরে গেল। এবং আবারও প্রমাণিত, বিনোদন দুনিয়ায় নিরাপত্তাহীনতা, টক্কর, অবসন্নতার শিকড় গভীরে গেঁথে বসেছে। এর থেকে যেন মুক্তি নেই!”তিনি আরও জানান “একাধিক কারণ রয়েছে। আমরা পরিণত হয়ে বিনোদন দুনিয়ায় পা রেখেছিলাম। ৩০০ টাকা দিয়ে উপার্জন শুরু। আস্তে আস্তে সেটা বেড়ে ৫০০, ৭০০ টাকা হয়েছে। এখনকার প্রজন্ম খুব ছোট বয়সে পা রাখছে ইন্ডাস্ট্রিতে। ভাল করে কিছু বুঝে ওঠার আগেই নাগালে যশ, অর্থ, খ্যাতি, প্রতিপত্তি। জীবন বদলে যাচ্ছে নিমেষে। কিন্তু সংযম নেই। এ বার সেই জীবন ধরে রাখতে গিয়ে লড়াইয়ে নামতে হচ্ছে। সহজে যা পাওয়া যায়, সহজেই আবার তা হারিয়েও যায়, এটা বোঝে না তারা। ফলে, হতাশা জন্ম নিচ্ছে। লড়াই করতেই শিখছে না কেউ। আগেভাগেই হার মানছে।”
অভিনেত্রী জানান কাজের মারাত্মক চাপ ধারাবাহিকের ক্ষেত্রে। ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা দম ফেলার ফুরসত পান না। সেটাও একটা সময়ে মনের উপরে ছাপ এবং চাপ দুটোই ফেলে। এই কারণেই তিনি মনস্তাত্ত্বিক মূল্যায়নের কথা লিখেছেন বলে জানিয়েছেন। এক একটি মানুষকে হারাতে খারাপ লাগে, আগে থেকে সতর্ক থাকলে এই সমস্যা এড়ানো যেত বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
Get real time update about this post categories directly on your device, subscribe now.